Breaking News

বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিউমার্কেট এলাকায় খুলনা মহানগর শাখা আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদা না দেওয়ায় সবকিছু দখল করছে বিএনপি। এসব বলতে গেলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তাদের বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে।

ফয়জুল করীম বলেন, বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষণকারী, জুলুমবাজদের ভোট দেবে না। চাঁদাবাজরা ক্ষমতায় আসলে দোকানদাররা দোকানি করতে পারবে না, ঘর তুলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। আগের দিন শেষ। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

এসময় দলটির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

About Dhakanews

Check Also

সকল জল্পনা-কল্পনা শেষে, মারা গেলেন ওবায়দুল কাদের

সকল জল্পনা-কল্পনা শেষে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *