Breaking News

দুই বোনের একসঙ্গে বিসিএস জয়

রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। একসঙ্গে বিসিএসে জয়ের এই সাফল্যে পরিবারসহ পুরো রাজবাড়ী আনন্দে ভাসছে।

শশী ও আরশী রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের নিবাসী। তাদের বাবা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং মা বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা। তারা দু’জনই রাজবাড়ী সরকারি কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পর্যন্ত জিপিএ-৫ পেয়ে পাস করেন।

আরও পড়ুন: দুই বোনের একসঙ্গে বিসিএস জয়

শশী ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং আরশী ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে ২০২২ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তারা ইন্টার্নশীপ শেষ করে বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শশীর বাবা আক্কাস আলী জানান, ‘আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী ছিল। তাদের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। আমরা সবসময় মানসিকভাবে তাদের পাশে ছিলাম। দুই বোন একই স্কুলে একসাথে পড়াশোনা করেছে এবং এসএসসি ও এইচএসসিতে দু’জনই জিপিএ-৫ পেয়েছে। তাদের প্রথম বিসিএস পরীক্ষাতেই এই সাফল্য সত্যিই গর্বের বিষয়।’

শশী ও আরশীর মামা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রকিবুল হাসান পিয়াল বলেন, ‘দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয়ের খবর আমাদের আনন্দে ভরিয়ে দিয়েছে। আশা করি তারা মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করবেন।’

রাজবাড়ীবাসীসহ দুই বোনের পরিবার এই সাফল্যে উচ্ছ্বসিত এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন।

About Dhakanews

Check Also

সকল জল্পনা-কল্পনা শেষে, মারা গেলেন ওবায়দুল কাদের

সকল জল্পনা-কল্পনা শেষে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *