Breaking News

নায়িকা মিষ্টি জান্নাতকেই বিয়ে করবেন শাকিব খান! যা জানাল ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম

“মিষ্টি জান্নাতকেই বিয়ে করবেন শাকিব খান? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী” গেল ১৮ জুলাই এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তারপরেই আবারো আলোচনার শিরোনামে শাকিব-মিষ্টি জান্নাত ইস্যু।

গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে ভেঙেছে অনেক দিন হল। তার পর অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে নায়কের সংসার ভাঙা নিয়েও হয়েছে বিপুল চর্চা। এ বার শাকিবের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিষ্টি জান্নাতের। এক ফ্রেমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাঁদের।

প্রতিবেদনে আরো বলা হয়, বিমানে পাশাপাশি শাকিব আর জান্নাতের ছবি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল। সেই ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন তাঁর অনুরাগীরা। মাঝে শোনা গিয়েছিল, শাকিবের বাড়ি থেকে জোরকদমে পাত্রী খোঁজা চলছে। তা হলে কি অভিনেত্রী জান্নাতের সঙ্গে তৃতীয় বিয়ে সারবেন আলোচিত নায়ক? বার বার শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জান্নাতকে। নীরবতা ভাঙলেন নায়িকা। জানালেন, এ সব প্রশ্ন তাঁকে করে কোনও লাভ নেই। বরং সবার শাকিবের থেকে জানতে চাওয়া উচিত।

তিনি বলেন, “আমি কোনও রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই, নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেই ওঁকে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ে। তা হলেই সব মিটে যাবে।”

শোনা যাচ্ছে, গত দু’বার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেননি শাকিব। তাই এ বার নাকি পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি! শোনা যাচ্ছে, এ বার আর অভিনেত্রী নন, এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়েছে অভিনেতার। আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধতে পারেন শাকিব।

About Dhakanews

Check Also

সকল জল্পনা-কল্পনা শেষে, মারা গেলেন ওবায়দুল কাদের

সকল জল্পনা-কল্পনা শেষে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *