Breaking News

মাত্র ১ মিনিটে জমির মালিকানা চেক করবেন যেভাবে

আপনি কি জানতে চান, কোনো জমির মালিক কে? জমির পরিমাণ কত? খতিয়ান বা দাগ নম্বর কীভাবে বের করবেন? আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো—আপনার মোবাইল থেকে কিভাবে অনলাইনে জমির মালিকানা ও অন্যান্য তথ্য যাচাই করতে পারেন।

প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ
১. আপনার ফোনে যেকোনো ব্রাউজার খুলুন (Chrome/Safari)
২. সার্চ দিন: land.gov.bd অথবা ল্যান্ড জিওপি বিডি (land.gov.bd)
৩. প্রথমে যে সরকারি ওয়েবসাইটটি আসবে, সেটি খুলুন — এটা ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট।

দ্বিতীয় ধাপ: ভূমি রেকর্ড ও ম্যাপ

ওয়েবসাইটে প্রবেশ করার পর:
স্ক্রল করে নিচে যান
“ভূমি রেকর্ড ও ম্যাপ” অপশনে ক্লিক করুন
আপনি পেয়ে যাবেন: খতিয়ান, দাগ, নামজারি, মৌজা ম্যাপ—সব তথ্য
তৃতীয় ধাপ: খতিয়ান নম্বর দিয়ে চেক করুন

বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করুন
“খতিয়ান নম্বর” দিন
“খুঁজুন” বাটনে ক্লিক করুন
জমির মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বরসহ বিস্তারিত তথ্য চলে আসবে
চতুর্থ ধাপ: দাগ নম্বর দিয়ে চেক করুন

“অধিকতর অনুসন্ধান” অপশনে যান
“দাগ নম্বর” দিয়ে খোঁজ করুন
জমির মালিকানা ও পরিমাণ জানতে পারবেন
পঞ্চম ধাপ: মালিকের নাম দিয়ে খুঁজুন

আবার “অধিকতর অনুসন্ধান”-এ যান
“মালিকের নাম” দিন
সংশ্লিষ্ট সব জমির তথ্য চলে আসবে
যেকোনো একটি রেকর্ডে ডাবল ট্যাপ করলে খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ দেখতে পাবেন

বিঃদ্রঃ
– সব তথ্য অনলাইনে সরকারি রেকর্ড থেকে আসছে
– জমি সংক্রান্ত যেকোনো ভুল এড়াতে মূল ডকুমেন্ট দেখে তথ্য দিন
– আপনি চাইলে পিডিএফ ডাউনলোড বা প্রিন্টও নিতে পারেন

About Dhakanews

Check Also

সকল জল্পনা-কল্পনা শেষে, মারা গেলেন ওবায়দুল কাদের

সকল জল্পনা-কল্পনা শেষে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *