Breaking News

শহীদ মিনারে কর্মসূচির অনুমতি না দেওয়ায় ডিসিকে ফ্যাসিস্টের দোসর বললেন এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটের সদর উপজেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কয়েক দিন আগেই আমরা নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করি এবং সে অনুযায়ী প্রচার-প্রচারণাও চালাই। কিন্তু বুধবার বিকালে আমাদের ডেকে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি, তাই অনুমতি দেওয়া হবে না।’

আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক একজন ফ্যাসিস্ট শাসনের দোসর হিসেবে কাজ করছেন। তিনি এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্য আঁতাতে লিপ্ত। তার এই আচরণে আমরা মোটেই বিস্মিত নই।’

লিখিত বক্তব্যে এই নেতা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা পূর্বঘোষণা অনুযায়ী শহরের নিমতলা শহীদ মিনার থেকে শুরু হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় এখন তা শুরু হবে পৌরসভা মাঠ থেকে এবং শেষ হবে টাউন হলে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।

About Dhakanews

Check Also

বিয়ের পর থেকেই রাতে ৬ বারের পরও আবার চাইতো

আ’সক্তিকে একটি রো’গ হিসাবে তালিকাভুক্তি এবং চিকি’ৎসার জন্য দা’বি তুলেছে দাতব্য প্রতিষ্ঠান রিলেট। যুক্তরাজ্যের জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *