Breaking News

হেরে গেলেন মা মাহরিন, জিতে গেলেন শিক্ষিকা মাহরিন: আসিফ আকবর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুদ্ধবিমান বিধ্বস্তের পর নিজের জীবনবাজি রেখে অনেক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়ে আজ না ফেরার দেশে শিক্ষিকা মাহরিন চৌধুরী। সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যুতে দেশবাসী মর্মাহত। জনপ্রিয় গায়ক আসিফ আকবরকেও ছুঁয়ে গেছে শোক। সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন অনুভূতি। বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুকে গায়ক লিখেছেন, দৌড়াও, ভয় পেওনা, আমি আছি… প্রয়াত শিক্ষিকা মাহরিন চৌধুরী।

আসিফ যোগ করেন, নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র-ছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া! হেরে গেলেন মা মাহরিন। জিতে গেলেন শিক্ষিকা মাহরিন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।
তিনি আরও বলেন, অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরও ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহরীন চৌধুরী। নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমাণ করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহরিন। সবশেষে গায়ক আসিফ লেখেন, বিনম্র শ্রদ্ধা। শোক পরিণত হউক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে। আমিন…।

About Dhakanews

Check Also

বিয়ের পর থেকেই রাতে ৬ বারের পরও আবার চাইতো

আ’সক্তিকে একটি রো’গ হিসাবে তালিকাভুক্তি এবং চিকি’ৎসার জন্য দা’বি তুলেছে দাতব্য প্রতিষ্ঠান রিলেট। যুক্তরাজ্যের জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *