এক ইসলামিক নৈতিক গল্পে বর্ণিত হয়েছে এক অনাথ যুবতীর জীবন থেকে নেওয়া ঘটনা, যেখানে সে করুণাবশত এক দশ বছরের ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দেয়; পরবর্তীতে জানা যায়, সেই ছেলে আসলে একজন জিন, যে মানুষের রূপ নিয়ে তার জীবনে প্রবেশ করেছে। সময়ের সাথে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয় এবং জিনটি তাকে গর্ভবতী করে, ফলে মেয়েটি চরম বিপদের মুখে পড়ে। গল্পটির মাধ্যমে ইসলামে জিনের বাস্তব অস্তিত্ব, তাদের সাথে ঘনিষ্ঠতা বা সম্পর্কের নিষেধাজ্ঞা, এবং নৈতিক সীমারেখা ভেঙে যাওয়ার ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে, যাতে মানুষ সতর্ক হয় ও ঈমান দৃঢ় রাখে।
Check Also
বিয়ের পর থেকেই রাতে ৬ বারের পরও আবার চাইতো
আ’সক্তিকে একটি রো’গ হিসাবে তালিকাভুক্তি এবং চিকি’ৎসার জন্য দা’বি তুলেছে দাতব্য প্রতিষ্ঠান রিলেট। যুক্তরাজ্যের জাতীয় …