Breaking News

আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র এসেছে কি না যেভাবে জানবেন ঘরে বসেই

২০২৫ সালের শুরু থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এ বছরের বিতরণ কার্যক্রম ধাপে ধাপে চলবে এবং অগ্রাধিকার পাবেন ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা।

স্মার্ট কার্ড প্রস্তুত কি না, জেনে নিন অনলাইনে

স্মার্ট এনআইডি প্রস্তুত হয়েছে কি না তা জানতে ঘরে বসেই অনলাইনে স্ট্যাটাস চেক করা সম্ভব। এজন্য www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Smart Card Status Check’ অপশন নির্বাচন করতে হবে। এরপর বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করলে ফলাফল জানা যাবে।

যদি বার্তায় ‘স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি’ দেখা যায়, তবে বুঝতে হবে কার্ড এখনো তৈরি হয়নি এবং এই ধাপে বিতরণের তালিকায় নেই। আর যদি স্ট্যাটাসে ‘Completed’ লেখা আসে ও বক্স আইডি নম্বর দেখা যায়, তবে কার্ড প্রস্তুত রয়েছে।

দুটি উপায়ে সংগ্রহ

স্মার্ট কার্ড প্রস্তুত হলে তা সংগ্রহ করা যাবে দুইভাবে—

১. নির্ধারিত স্থানে: ঘোষিত সময় ও তারিখে স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে বিতরণ কার্যক্রম চলবে। সেখানে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

২. উপজেলা নির্বাচন অফিস থেকে: যে কেউ চাইলে সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড নিতে পারবেন।

স্মার্ট এনআইডি শুধু পরিচয়পত্র নয়, বরং নাগরিক সেবা গ্রহণে অপরিহার্য নথি। তাই সময়মতো কার্ডের অবস্থা জেনে নির্ধারিত সময়ে সংগ্রহ করা সবার জন্যই জরুরি।

About Dhakanews

Check Also

বিয়ের পর থেকেই রাতে ৬ বারের পরও আবার চাইতো

আ’সক্তিকে একটি রো’গ হিসাবে তালিকাভুক্তি এবং চিকি’ৎসার জন্য দা’বি তুলেছে দাতব্য প্রতিষ্ঠান রিলেট। যুক্তরাজ্যের জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *