Breaking News

নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে: পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তার একাকিত্বের অনুভূতি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানান, একা খেতে বসলে তার নিজেকে ভীষণ অসহায় ও এতিম মনে হয়।

পরীমণি লেখেন, “আহারে জীবন! আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় polished একটি ছবি তুলে ধরতে চাই, কিন্তু বাস্তবতা কি ততটাই ঝলমলে? একদমই না। আমি নিজেই তার উদাহরণ। যখন একা একা খেতে বসতে হয়, তখন নিজের দুর্বলতাটা সবচেয়ে বেশি অনুভব করি। মনে হয়, আমি কতটা একা! নানা ভাই যখন ছিলেন, কখনোই বুঝিনি একাকীত্ব এতটা তীব্র হতে পারে। তিনি সারাক্ষণ পাশে থাকতেন—দিন হোক বা রাত, ঠিক সময়ে হোক বা অসময়ে, খাবার সময়টুকুতে তার সঙ্গ যেন অভ্যাসে পরিণত হয়েছিল।”

তিনি আরও বলেন, “বাচ্চারা ঘুমিয়ে পড়লে নিজের জন্য একটু সময় পাওয়ার কথা ভাবি, হাতে জমে থাকা কাজগুলো শেষ করার চেষ্টা করি। কিন্তু একা বসে খাওয়ার সেই মুহূর্তটা এড়িয়ে যেতে পারি না। রোজার সময়েও সেহরি বা ইফতারে কোনো বিশেষ আয়োজন করতে আর ইচ্ছা করে না।”

তবে এই কঠিন সময় পেরিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, “আমি সব কষ্ট সহ্য করে নতুন করে বাঁচতে শিখেছি। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব। তখন আর একা বসে খেতে হবে না…।”

পরীমণির এই আবেগময় পোস্ট তার ভক্ত ও অনুসারীদের মন ছুঁয়ে গেছে। অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকে তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

About Dhakanews

Check Also

সচিবালয়ের তিন তলা থেকে লাফ দিলেন স্পিকারসহ ৩ এমপি

ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাফ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকারসহ তিন সংসদ সদস্য (এমপি)। লাফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *