Breaking News

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার উদ্দেশ্যে তার এ সফর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে হানিয়াকে বলতে শোনা যায়, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”

হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সেই সূত্রেই এবার সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি আসছেন ঢাকায়। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন এই তারকা।

বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। ঢাকায় তার আগমন নিঃসন্দেহে ভক্তদের জন্য হবে এক বিশেষ মুহূর্ত।

শুধু গ্ল্যামার নয়, বরং বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতার কারণেই হানিয়া আলাদা পরিচিতি পেয়েছেন। রোমান্টিক, কমেডি কিংবা আবেগঘন চরিত্র—সবক্ষেত্রেই তিনি সমানভাবে প্রশংসিত। স্বল্প সময়েই তিনি হয়ে উঠেছেন “দক্ষিণ এশিয়ার অন্যতম প্রিয় মুখ।”

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন।

সম্প্রতি তিনি বলিউডে ‘সরদারজি ৩’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। ইতোমধ্যেই ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। বহুমাত্রিক অভিনয় ক্ষমতার জন্য দেশ-বিদেশের দর্শকের কাছে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন হানিয়া আমির। এবার ঢাকায় তার সরাসরি উপস্থিতির অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশি ভক্তরা।

About Dhakanews

Check Also

সকল জল্পনা-কল্পনা শেষে, মারা গেলেন ওবায়দুল কাদের

সকল জল্পনা-কল্পনা শেষে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *