Breaking News

পুরো শহরজুড়ে বি’স্ফো’র’ণ ও গু’লি’র শব্দ, প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী!

সুদানের নিয়মিত সেনাবাহিনী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র ৫০০ মিটারের মধ্যে অগ্রসর হয়েছে। প্রায় দুই বছর আগে এই প্রাসাদটি আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। এক সামরিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

নাম না প্রকাশের শর্তে ওই সামরিক কর্মকর্তা বলেন, খার্তুমের কেন্দ্রস্থলে অগ্রসর হওয়ার সময় সেনারা দক্ষিণ দিকে সরে যাওয়ার চেষ্টা করা ৩০টি যানবাহনের একটি বহর ধ্বংস করেছেন। বহরটি ছিল আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসে (আরএসএফ)।

প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে এই সংঘর্ষ এমন সময় হচ্ছে, যখন সেনাবাহিনী বৃহত্তর খার্তুমের সেই অঞ্চলগুলো পুনর্দখলে বড় ধরনের অভিযান চালাচ্ছে, যা যুদ্ধের শুরুর দিকে ২০২৩ সালের এপ্রিলে আরএসএফ দখল করে নিয়েছিল।

দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া সেনারা সোমবার শহরের কেন্দ্রস্থলে থাকা বাহিনীর সঙ্গে মিলিত হয়, যা আধাসামরিক বাহিনীর ওপর আরো চাপ সৃষ্টি করে। এএফপির সাংবাদিকরা জানান, তীব্র লড়াইয়ের মধ্যে পুরো শহরজুড়ে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু বৃহত্তর খার্তুম অঞ্চল থেকেই ৩৫ লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, যা যুদ্ধের আগের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

এই সংঘাত সুদানকে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তর ও পূর্ব অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পশ্চিম ও দক্ষিণের বেশির ভাগ এলাকা আরএসএফের দখলে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনী খার্তুমের উত্তরে ব্লু নীল নদীর ওপারে অবস্থিত খার্তুম নর্থ ও পূর্ব দিকে ইস্ট নীল জেলা পুনর্দখল করেছে। এ ছাড়া খার্তুম ও হোয়াইট নীল নদীর ওপারে অবস্থিত এর সংলগ্ন শহর ওমদুরমানের দক্ষিণ অংশে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান আরএসএফের দখলে রয়েছে।- এএফপি

About Dhakanews

Check Also

সচিবালয়ের তিন তলা থেকে লাফ দিলেন স্পিকারসহ ৩ এমপি

ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাফ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকারসহ তিন সংসদ সদস্য (এমপি)। লাফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *